ঢাকা | বঙ্গাব্দ

আজও সচিবালয়ে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ, মিছিল ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

রোববার (১ জুন) সকাল ১১টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে সমবেত হয়ে বাদামতলায় মিছিল ও সমাবেশ করে কর্মকর্তা-কর্মচারীরা। তারা অবিলম্বে অধ্যাদেশের নিবর্তনমূলক ধারাগুলো প্রত্যাহারের দাবি জানায়।

প্রতিবাদে অংশ নেওয়া কর্মচারীরা জানান, পূর্বের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাদ্য ও ভূমি উপদেষ্টাদের কাছে স্মারক লিপি they've already প্রদান করেছেন। আজ বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টাদের কাছে স্মারক লিপি দেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়া ভূমি সচিবের সঙ্গে বৈঠকেও বসার কথা রয়েছে। আগামীকাল স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টাদের কাছে স্মারক লিপি প্রদান কার্যক্রম থাকবে।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ খসড়া অনুমোদিত হয়, যা পরে অধ্যাদেশ আকারে জারি করা হয়।

কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, নতুন এই আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সহজ হবে এবং এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগও তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স