চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৯ জুলাই জাতীয় কনভেনশনের ঘোষণা
চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং সেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে শহীদ পরিবারের সদস্যরা।
রোববার (১ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘জুলাই-২৪ শহীদ পরিবার’ ও ‘ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স’-এর নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কনভেনশনে সারা দেশ থেকে শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৪ হাজার মানুষ অংশগ্রহণ করবেন। এতে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আত্মিক সম্পর্ক গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।
শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারকাজ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলা হয়, বিচারকাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত যেন কোনো নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত না নেয় সরকার।