ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরের পর নির্বাচন আয়োজন করতে পারবে না সরকার: খন্দকার মোশাররফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ডিসেম্বরের পর নির্বাচন সম্ভব নয়: ড. খন্দকার মোশাররফ হোসেন

রমজান, ঈদ, পাবলিক পরীক্ষা ও বর্ষাকালকে বিবেচনায় নিয়ে ডিসেম্বরের পর আর কোনোভাবেই নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১ জুন) দুপুরে রাজধানীর একটি হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. মোশাররফ বলেন, “নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটি ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া উচিত। অথচ প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন, যা বিভ্রান্তিকর। সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়, তাহলে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “সর্বনিম্ন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কিছু প্রয়োজনীয় সংস্কার করে আগামী নির্বাচনের পথ সুগম করতে হবে।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “বিএনপিকে ধ্বংস করতে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। তবে ডিসেম্বরে নির্বাচন না হলে পুরো জাতি হতাশ হবে, এবং সেজন্য সৃষ্ট রাজনৈতিক সংকটের দায় সরকারকে নিতে হবে।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স