ঢাকা | বঙ্গাব্দ

বিএনপিকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে: ডা. জাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তবে সেই প্রতিযোগিতা যেন কখনো প্রতিহিংসার পথে না যায়—এমন আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১ জুন) ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে।

ডা. জাহিদ বলেন, “বিএনপিকে ধ্বংস করতে অতীতে নানা ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু এসব থেকে আমরা একটি বিষয় শিখেছি—প্রতিহিংসার রাজনীতিতে কারও লাভ নেই।” তিনি আরও বলেন, বিএনপিকে কেন্দ্র করে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

তিনি বলেন, “বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টি করা যাচ্ছে না। ডিসেম্বরের নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হবে এবং এর দায়ভার সরকারকেই নিতে হবে।”

এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক প্রতিযোগিতাকে ইতিবাচকভাবে নেওয়ার এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধান খোঁজার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স