ঢাকা | বঙ্গাব্দ

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে টানা প্রবল বর্ষণে নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ ও মিজোরামে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় গত দুই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। রোববার (১ জুন) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী মেঘালয়ে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ এই দুর্যোগের মূল কারণ বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ।

আসামের ১৭টি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটজন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭৮ হাজার মানুষ। বৃষ্টিপাতের কারণে বহু ঘরবাড়ি ধসে পড়েছে ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনায় ভেঙে পড়েছে রাস্তাঘাট ও বাড়িঘর।

আসামের ১২টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য রাজ্যেও অনেক মানুষ হতাহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। দুর্যোগের কারণে বহু স্থানে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে, গুয়াহাটির বেশ কিছু এলাকা দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতায় প্লাবিত হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকা ও অন্যান্য সহায়তার মাধ্যমে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স