ঢাকা | বঙ্গাব্দ

গাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলা আজ গাজার উদ্দেশে ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই যাত্রায় পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, অভিনেতা লিয়াম কানিংহামসহ আরও ১২ জন অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করবেন।

রোববার (১ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইতালির কাতানিয়া থেকে যাত্রা শুরু করবে ‘ম্যাডলিন’ নামের এই মানবিক সহায়তাপূর্ণ জাহাজটি, যেখানে খাদ্য, জরুরি ওষুধ ও স্যানিটারি পণ্যসহ বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী রাখা হয়েছে। জাহাজটিতে ফিলিস্তিনের পতাকাও বহন করা হবে।

এর আগেও ফ্রিডম ফ্লোটিলা গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, তবে মাল্টা উপকূলে ইসরায়েলের ড্রোন হামলার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

তদ্ব্যতীত, ২০১০ সালের মে মাসে ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ অভিযান চলাকালে ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করে। ফেরার নির্দেশ অমান্য করায় ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে ১০ জন তুর্কি নাগরিককে হত্যা করে। ওই ঘটনায় ১০ জন ইসরায়েলি সৈন্যও আহত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স