রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৬ জনকে আটক করেছে।
রোববার (১ জুন) সকালে হাসপাতালটির বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে ভর্তি করানো, অপারেশন বা অন্যান্য চিকিৎসার নামে অনৈতিকভাবে অর্থ আদায় করছিল। কিছু দালাল হাসপাতালের সুযোগ-সুবিধা না থাকায় রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টা করছিল।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। এর আগেও দালাল চক্রের দৌরাত্ম বন্ধে একাধিক অভিযান পরিচালিত হয়েছে।