ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (১ জুন) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মহব্বত আলী নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। আহতরা হলেন বড় তালিয়ান গ্রামের রিফাজুল ইসলাম (৪০), মিকাইল হোসেন, নাকোবাড়িয়ার রেজাউল ইসলাম (৪৩) ও ইউনুছ আলী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল ইউনিয়নের নজরুল ইসলাম ও আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মহব্বত আলীকে ফরিদপুরে পাঠানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।

জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম মোল্লা আগে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে বিএনপির একটি অংশের সাথে সখ্য গড়ে তুলে এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। আওয়ামী লীগের কোলা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে সাথে নিয়ে প্রায়ই বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আসছিলেন। রোববার সকালে এমনই একটি হামলার চেষ্টায় সংঘর্ষের সূত্রপাত হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স