ঢাকা | বঙ্গাব্দ

দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে, সমঝোতা চুক্তি সই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর যানজট কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশন এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে।

রোববার (১ জুন) সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশন, মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসব প্রতিষ্ঠান চট্টগ্রামে মনোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করবে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, জার্মান-মিশরীয় যৌথ উদ্যোগে গঠিত ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল প্রকল্পে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে। তাই তাদের সঙ্গে এই সমঝোতা স্মারক চুক্তি করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জানিয়েছে, প্রস্তাবিত মনোরেল লাইন হবে ৫৪ কিলোমিটার দীর্ঘ এবং এতে ৩২ থেকে ৩৩টি স্টেশন থাকবে। পুরো শহর ঘুরতে মনোরেলে সময় লাগবে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট।

সড়ক ও পরিবহন বিশেষজ্ঞদের মতে, মনোরেল হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি রেল ব্যবস্থা যা মেট্রোরেলের তুলনায় প্রায় অর্ধেক ব্যয়ে নির্মাণ করা সম্ভব। তাছাড়া, মনোরেলের জন্য ভূমির প্রয়োজনও তুলনামূলকভাবে অনেক কম।

এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর যাতায়াতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স