ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহব্বত হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।
রোববার (১ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী নজরুল ইসলাম ও আরিফ হোসেনের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ পক্ষের সমর্থক মহব্বত হোসেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরিফ হোসেন পক্ষের দাবি, নজরুল ইসলাম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির একটি অংশের সঙ্গে সখ্য গড়ে তুলে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল।