ঢাকা | বঙ্গাব্দ

মমতা বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন: আমিত শাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশিদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি, শুধুমাত্র ভোট ব্যাংক শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিচ্ছেন মমতা।

রোববার (১ জুন) কলকাতার একটি স্টেডিয়ামে বিজেপির এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু রাজ্যের ভবিষ্যৎ নয়, গোটা দেশের জাতীয় নিরাপত্তার দিকেও প্রভাব ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য ভারতের সীমান্ত খুলে দিয়েছেন এবং অবৈধ অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “সীমান্তে বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হলেও মমতা সরকার তা দিচ্ছে না। কারণ, অনুপ্রবেশ চালু রাখতে চায় তারা, যাতে তার ভাগ্নে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারে। কিন্তু এমনটা হতে দেওয়া হবে না।”

অমিত শাহ আরও বলেন, “মমতা মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে অপারেশন সিঁদুর ও ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন। এর মাধ্যমে তিনি ভারতের মা ও বোনদের অপমান করেছেন।” তিনি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসকে জবাব দেবে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, “বিজেপি রাজনৈতিক ফায়দা লুটতে অপারেশন সিঁদুরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স