ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, গুরুত্ব পাচ্ছে কৃষি, পাট ও মৎস্য খাত

বাংলাদেশে সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেছেন, কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য ও গবেষণা খাতে বিশেষ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা করতে চায় চীন।

রোববার (১ জুন) ঢাকায় অনুষ্ঠিত চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে অংশ নিতে চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়েনতাও। পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, “আমার সঙ্গে আসা চীনা কোম্পানিগুলো বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনা দেখে বেশ উৎসাহিত। আপনার (ড. ইউনূসের) দিকনির্দেশনা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তারা এখন বাংলাদেশে বিনিয়োগে আরও আগ্রহী।”

বাংলাদেশের ক্রমবর্ধমান ভোক্তা প্রবণতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়েনতাও। তিনি বলেন, “আমি রাত ১০টার পরও বিপণিবিতানে ক্রেতাদের ভিড় দেখে অভিভূত হয়েছি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে—এমন পূর্বাভাস রয়েছে, এবং বাস্তব পরিস্থিতিও সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স