সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন
রাজনৈতিক সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হবে।
বৈঠকের উদ্বোধন করবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই আলোচনার মাধ্যমে কমিশনের দ্বিতীয় দফার সংলাপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
এর আগে গত ১৯ মে প্রথম দফার আলোচনা শেষ করে কমিশন। তারও আগে ড. ইউনূস ব্যক্তিগতভাবে কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। গত ২৪ মে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের সঙ্গে আলাদা বৈঠক করেন। ২৫ মে আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় ঐকমত্য গঠনে এই আলোচনা প্রক্রিয়া ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।