ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

টাকার দাবিকে কেন্দ্র করে খালাতো দুলাভাইয়ের হাতে খুন শ্যালক ইয়াসিন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন শ্যালক মো. ইয়াসিন (৩৫)। রোববার (১ জুন) রাতে কাজলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি পরিবারসহ রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় স্বপ্ন মার্কেটে “মায়ের দোয়া হোটেল” নামে একটি খাবার দোকান পরিচালনা করতেন।

ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী খালাতো দুলাভাই আলামিনের কাছে পাওনা ১০ হাজার টাকা ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স