ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের অপারেশন স্পাইডারস ওয়েব’হামলা, রুশ ৪০টি বোমারু বিমান ধ্বংসের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাইবেরিয়া ও আর্কটিকে ইউক্রেনের ‘অপারেশন স্পাইডারস ওয়েব’, একযোগে চার রুশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

রাশিয়ার সাইবেরিয়া ও আর্কটিক অঞ্চলে একযোগে বিস্ময়কর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ‘অপারেশন স্পাইডারস ওয়েব’ নামের এই অভিযানে রোববার (১ জুন) রাশিয়ার অন্তত চারটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ।

এই অভিযানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটি। সেখানে ছিল প্রায় ৩৫ কোটি ডলার মূল্যের একটি এ-৫০ রাডার নিয়ন্ত্রিত যুদ্ধবিমান। এছাড়া রানওয়েতে অবস্থান করছিল রাশিয়ার অত্যাধুনিক বোমারু বিমান— টিইউ-৯৫, টিইউ-২২ এবং টিইউ-১৬০।

কিয়েভ দাবি করেছে, এই একযোগে চালানো হামলায় মস্কোর অন্তত ৪০টিরও বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এতে রাশিয়ার সামরিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কমপক্ষে ২.২ বিলিয়ন ডলার। ইউক্রেন থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, আঘাতপ্রাপ্ত বিমানগুলো থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে।

তবে প্রশ্ন উঠেছে— প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এসব ঘাঁটিতে কীভাবে এত দূরপাল্লার সুনির্দিষ্ট হামলা সম্ভব হলো? ধারণা করা হচ্ছে, অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এফপিভি (First Person View) ড্রোন, যেগুলো রাশিয়ার অভ্যন্তরে ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছেন সাইবেরিয়ার গভর্নর। এ বিষয়ে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো সাইবেরিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলা চালাল ইউক্রেন। বিভিন্ন সূত্রের মতে, এই উচ্চ-প্রযুক্তির অভিযান প্রায় এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি তত্ত্বাবধানে পরিকল্পিত ও বাস্তবায়িত হয়েছে।

একইদিন ইউক্রেনের ড্রোন আক্রমণের শিকার হয় রাশিয়ার আর্কটিক অঞ্চলের ওলেনিয়া বিমান ঘাঁটিও, যেখানে রাশিয়ার কৌশলগত বিমান মোতায়েন রয়েছে বলে জানা যায়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স