সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের বিষয়ে আজ সোমবার (২ জুন) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করবেন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করে।
সেই রায়ে, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অপর ছয় পুলিশ সদস্য ও সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। অন্যদিকে, প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠায় রাষ্ট্রপক্ষ। আজ হাইকোর্ট সেই আপিল ও ডেথ রেফারেন্সের চূড়ান্ত রায় দেবে।