রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলার দিনই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে তুরস্কে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধি দল। ২০২২ সালের পর এই প্রথমবার সরাসরি দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আলোচনা অনুষ্ঠিত হবে সোমবার (২ জুন), তুরস্কের ইস্তাম্বুলে। এই তথ্য জানিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এবং স্কাই নিউজ।
আলোচনার ঠিক আগের দিন ইউক্রেনের চালানো ড্রোন হামলায় রাশিয়ার অন্তত ৪০টি সামরিক বিমান ধ্বংস হয়েছে বলে জানা গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়াও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এদিকে, রোববার (১ জুন) দুই মার্কিন সিনেটর সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় সময়ক্ষেপণ করছেন এবং ইউক্রেনে নতুন করে সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। তাদের মতে, সামনের দুই সপ্তাহেই এই যুদ্ধে নাটকীয় পরিবর্তন আসতে পারে। ইতোমধ্যে এই যুদ্ধ বহু শহর ধ্বংস করেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রয়টার্স জানায়, গত ১৬ মে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় যুদ্ধ চলাকালে সবচেয়ে বড় বন্দি বিনিময় হলেও, স্থায়ী শান্তি কিংবা যুদ্ধবিরতির কোনো অগ্রগতি দেখা যায়নি। তখন উভয় পক্ষই শুধু নিজেদের প্রাথমিক অবস্থান উপস্থাপন করেছিল।