ঢাকা | বঙ্গাব্দ

তাসকিন-মোস্তাফিজ-নাহিদকে মিস করেছে বাংলাদেশ: আমির সোহেল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ দলে ভারসাম্যহীনতা স্পষ্ট: আমির সোহেল

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ২০২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১৪৪ ও ১৬৪ রান। শেষ ম্যাচে ১৯৭ রান তুলেও লড়াই করতে ব্যর্থ হয় টাইগাররা। এই পারফরম্যান্স বিশ্লেষণে বাংলাদেশের ব্যর্থতার পেছনে দলগত ভারসাম্যের অভাবকেই বড় কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল।

গত ৫-৬ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে কাছ থেকে পর্যবেক্ষণ করছেন আমির। দেশের হোম সিরিজ ও বিপিএলে ধারাভাষ্য দিতে তিনি নিয়মিত উপস্থিত থাকেন। তাঁর মতে, বাংলাদেশ দলে এই মুহূর্তে ব্যাটার ও বোলারদের মধ্যে আস্থা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। তিনি বলেন,
“ব্যাটাররা বোলারদের ওপর ভরসা করতে পারছে না, আবার বোলাররাও ব্যাটারদের ওপর নির্ভর করতে পারছে না। তবে তাসকিন, মোস্তাফিজ ও নাহিদ রানা দলে থাকলে বাংলাদেশ আরও ভালো লড়াই করতে পারত।”

বোলিং ইউনিটের দুর্বলতা নিয়েও সরাসরি মন্তব্য করেন তিনি। বিশেষ করে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে হতাশা প্রকাশ করেন আমির। সিরিজে রিশাদ প্রথম ম্যাচে ৫৫, দ্বিতীয় ম্যাচে ৫০ এবং শেষ ম্যাচে মাত্র ৩ ওভারে ৩৯ রান দেন। আমির মনে করেন, তার অ্যাকশনে বড় ধরনের ত্রুটি রয়েছে।

তিনি বলেন,
“রিশাদের অ্যাকশনে ধারাবাহিকতা নেই। তার প্রতিভা আছে, ভেরিয়েশন আছে, কিন্তু অ্যাকশন স্মুথ না হওয়ায় সে ঠিকমতো লাইন-লেংথ মেইনটেইন করতে পারছে না। এটা সংশোধন জরুরি।”
এছাড়া, তরুণ ব্যাটারদের টেকনিক ও মানসিকতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

ভবিষ্যতের দিকে তাকিয়ে আমির বলেন,
“২০২৬ সালের শুরুতেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ব্যাটিং ইউনিটে ভালোভাবে কাজ করতে হবে। তামিম, ইমন, হৃদয়দের স্কিলের পাশাপাশি মানসিক প্রস্তুতিও জরুরি।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান অস্থিরতা ও বিতর্ক নিয়েও চলছে আলোচনা। যদিও এসব মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেই মত দিয়েছেন আমির সোহেল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স