ঢাকা | বঙ্গাব্দ

সিকিমে টানা বৃষ্টিতে দুর্যোগ, পর্যটকসহ আটকা হাজারের বেশি মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য সিকিম আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় প্রায় ১,৩০০ জন পর্যটক আটকা পড়েছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিক ছাড়াও রয়েছেন বিদেশি পর্যটক। এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের মাঙ্গান জেলার লাচেন ও লাচুং উপত্যকা। সেখানে ১,২৭৬ জন দেশি পর্যটক এবং ২ জন বিদেশি নাগরিক আটকা পড়ে আছেন। সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা ফিরে যেতে পারছেন না। এর আগেও ওই অঞ্চলে বৃষ্টিজনিত দুর্ঘটনায় কয়েকজন পর্যটক নিখোঁজ হন।

গত ২৯ মে উত্তর সিকিমের মুনশিথাং এলাকায় একটি পর্যটকবাহী গাড়ি তিস্তা নদীতে পড়ে গেলে ৮ জন নিখোঁজ হন, যাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে গ্লেসিয়ার ভেঙে আকস্মিক বন্যা সৃষ্টি হলে যে ফিদাং এলাকার বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি মেরামতের পর চলতি বছর আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঙ্গান জেলা পঞ্চায়েতের উপাধ্যক্ষ সোনাম কিপা ভুটিয়া জানান, উত্তর সিকিমের সড়ক পরিস্থিতি ভয়াবহ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উচ্চ পাহাড়ি অঞ্চলে এখনো ৭০০ থেকে ৮০০ জন পর্যটক আটকে থাকতে পারেন। ফিদাং ব্রিজটিই ছিল একমাত্র নির্ভরযোগ্য পথ, সেটিও এখন ঝুঁকিপূর্ণ।

জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা সোনাম ডেচু ভুটিয়া বলেন, অধিকাংশ রাস্তাঘাট কেটে গেছে, যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে পুরো এলাকাটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

প্রতি বছর বর্ষাকালে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকলেও এবারের পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হলেও, প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।a


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স