আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তবে, এ সুযোগে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা বা 'মাইনাস' করার চেষ্টা হলে, তার উপযুক্ত জবাব দেবে দলের হাজারো নেতাকর্মী— বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, “ড. ইউনূস তিন মাসেই নির্বাচন দেওয়ার সক্ষমতা রাখেন। তাহলে কেন সাড়ে নয় মাসেও নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না, সেটাই বড় প্রশ্ন।” তিনি আরও বলেন, নির্বাচিত সরকারই সচিবালয়ের অধ্যাদেশ কিংবা করিডর নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপিকে আটলান্টিক মহাসাগরের মতো বিশাল একটি রাজনৈতিক শক্তি উল্লেখ করে তিনি বলেন, “এই দলের বিরুদ্ধে অহেতুক সমালোচনায় লিপ্ত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সমালোচনার পথ ছেড়ে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত।”