নেইমার ফেরার আনন্দ ম্লান করল ‘হ্যান্ড বল কাণ্ড’
সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এই প্রত্যাবর্তনে সান্তোস শহরে বইতে থাকে আনন্দের বন্যা। ক্যারিয়ারের শুরু যেখান থেকে, সেখানে ফিরে আসার আবেগ ছিল ভক্ত-সমর্থকদের মধ্যেও। তবে সেই প্রত্যাবর্তনের রঙ যেন ম্লান হয়ে গেল এক বিতর্কিত ঘটনার কারণে।
সোমবার (২ জুন) ব্রাজিলিয়ান সিরি আ’র ১১তম রাউন্ডে নিজেদের মাঠ স্তাদিও আরবানো কাদেরিয়াতে বোতাফোগোর বিপক্ষে খেলতে নামে সান্তোস। ম্যাচে বেশিরভাগ আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার। কিন্তু মাঠে জাদু ছড়ানোর বদলে বিতর্কিত এক মুহূর্তে শিরোনামে চলে আসেন তিনি।
৭৬তম মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ফসকে বল নেইমারের সামনে চলে আসে। প্রতিপক্ষ ডিফেন্ডার বল ক্লিয়ার করার আগেই নেইমার হঠাৎ হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন। রেফারি তাৎক্ষণিকভাবে গোল বাতিল করে লাল কার্ড দেখান নেইমারকে। এর আগে প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে দ্বিতীয়ার্ধে এই হ্যান্ড বলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
নেইমারের এই কাজকে অনেকে দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে করা ‘হ্যান্ড অব গড’-এর সঙ্গে তুলনা করছেন। তবে ম্যারাডোনা যেখানে বাহবা পেয়েছিলেন, সেখানে নেইমার হয়েছেন ট্রলের শিকার।
লাল কার্ড দেখার পর সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন নেইমার। তিনি লিখেছেন, “গোল করতে গিয়ে আমি বাড়তি মরিয়া হয়ে পড়েছিলাম। ফলে ভুল করেছি। আমি আমার সতীর্থ ও ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।”
তিনি আরও বলেন, “আমি যদি মাঠে থাকতাম, তাহলে নিশ্চিত ম্যাচটা আমরা জিতে শেষ করতাম। ৩ পয়েন্ট না পাওয়ার দায় পুরোপুরি আমার।”
নেইমার মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। প্রতিপক্ষ বোতাফোগো সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই ঘটনা নেইমারের সান্তোসে প্রত্যাবর্তনকে যেমন বিতর্কিত করে তুলেছে, তেমনি তার ভবিষ্যৎ ম্যাচগুলোর জন্যও একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে।