নগদে প্রশাসক নিয়োগে আর কোনো বাধা নেই: আপিল বিভাগের আদেশ
মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'নগদ'-এর পরিচালনায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া চেম্বার আদালতের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার (২ জুন) প্রধান বিচারপতির অনুপস্থিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
আদেশের পর সাংবাদিকদের কাছে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি বলেন, “চেম্বার আদালত যে আদেশে প্রশাসক নিয়োগ স্থগিত করেছিলেন, তা এখন আপিল বিভাগ স্থগিত করেছে। এর ফলে নগদে প্রশাসক নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা রইলো না।”
এই আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিয়োগকৃত প্রশাসক নগদ পরিচালনায় আইনগত বৈধতা পেলেন বলে মনে করা হচ্ছে।