নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী
আদালতের নির্দেশে পূর্বের অবস্থান পুনর্বহাল হওয়ায় নিবন্ধন এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২ জুন) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতারা। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেতৃত্ব দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার (১ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় খারিজ করে দেন। এর ফলে দলটির রাজনৈতিক নিবন্ধন ফিরে পাওয়ার আইনি জটিলতা অনেকটাই দূর হয়। আপিল বিভাগের ওই আদেশের কপি সন্ধ্যায় নির্বাচন কমিশনে পৌঁছায়।
এ পরিস্থিতিতে নিবন্ধন পুনরুদ্ধার এবং প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে জামায়াতে ইসলামী।