পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল প্রার্থী কারোল নাভরোস্কি
পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রক্ষণশীল ও জাতীয়তাবাদী নেতা কারোল নাভরোস্কি। সোমবার (২ জুন) দেশটির নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে।
নাভরোস্কি পেয়েছেন মোট ভোটের ৫০.৯ শতাংশ, যেখানে তার লিবারেল প্রতিদ্বন্দ্বী ওয়ারশোর মেয়র রাফাল ত্রজাস্কোভস্কি পেয়েছেন ৪৯.১ শতাংশ। ভোটের ব্যবধান খুবই অল্প হলেও শেষ পর্যন্ত রক্ষণশীল প্রার্থীর পক্ষেই ফল গিয়েছে।
এর আগে, ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় রোববার (১ জুন) রাতে প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী ত্রজাস্কোভস্কিকে ৫০.৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে দেখা গিয়েছিল এবং নাভরোস্কির ভোট ছিল ৪৯.৭ শতাংশ। তবে চূড়ান্ত ফলাফলে পাল্টে যায় সেই দৃশ্যপট।
৪২ বছর বয়সী কারোল নাভরোস্কি একজন ইতিহাসবিদ এবং সাবেক বক্সার। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলন তার রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে।
নাভরোস্কির এই বিজয় পোল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতি ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ তিনি ইতোমধ্যেই EU-সমর্থিত প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের বিভিন্ন সিদ্ধান্তে প্রেসিডেনশিয়াল ভেটো প্রয়োগের ঘোষণা দিয়েছেন। ফলে দেশটিতে রাজনৈতিক দ্বন্দ্ব এবং আইনি জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে।