ঢাকা | বঙ্গাব্দ

জার্মানির হাসপাতালে আগুনে মৃত্যু ৩, আহত ৩৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

জার্মানির হামবুর্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে একটি হাসপাতাল। আগুনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন এবং আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি মানুষ। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) রাতের দিকে মারিয়েন হাসপাতালের নিচতলা থেকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে রোগীসহ অন্তত ৩৫ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ড শুরু হওয়ার পর দ্রুত খালি করে ফেলা হয় হাসপাতালের বেশ কয়েকটি ইউনিট। গুরুতর আহত দু’জনকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য।

হামবুর্গ অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান জানান, আগুন ছড়িয়ে পড়ার সময় বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম অনেক রোগীকে করিডোরে ধরে ধরে সরিয়ে আনতে হয়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন রোগীদের অন্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। হামবুর্গ পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স