ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় ঐকমত্য সংলাপে দ্বিতীয় ধাপ শুরু, অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল

জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিয়েছেন। সোমবার (২ জুন) দুপুর সাড়ে তিনটা থেকে নেতারা সেখানে উপস্থিত হতে শুরু করেন।

প্রায় পৌনে ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল একাডেমিতে প্রবেশ করে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশ নেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও বৈঠকে অংশ নেন।

সংলাপে আরও অংশ নেয় গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা।

মোট ২৮টি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুরু হওয়া এই সংলাপের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজকের অধিবেশনে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উদ্বোধনী বক্তব্য দেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩ জুন) থেকে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক, যেখানে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে—যেগুলোর ওপর এখনো পূর্ণ ঐকমত্য গড়ে ওঠেনি।

এর আগে, প্রথম ধাপে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি বৈঠক করে ঐকমত্য কমিশন। তাদের দাবি, ইতোমধ্যে কিছু বিষয়ে পূর্ণ ও কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য অর্জন করা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স