ঢাকা | বঙ্গাব্দ

বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর ও শুল্ক বাড়ানোর পাশাপাশি কিছু পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব রাখা হয়েছে, যা এসব পণ্যের দাম কমাতে সহায়ক হতে পারে।

এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিশোধিত চিনি। নতুন প্রস্তাবনায় প্রতি টনে চিনির আমদানি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে বাজারে চিনির দাম কমার সম্ভাবনা রয়েছে।

স্যানিটারি ন্যাপকিন এবং প্যাকেটজাত তরল দুধ—এই দুইটি পণ্যের ওপরও ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এছাড়া বলপয়েন্ট কলম-এর ওপরও স্থানীয় পর্যায়ে ভ্যাট কমানো হয়েছে।

বিদেশি মাছ ও মাংসের ওপর সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে, যা এসব আমদানি করা পণ্যের দাম কিছুটা কমাতে পারে। একইভাবে, আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় এই পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটর ও ইন্টারেকটিভ মনিটর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে বড় স্ক্রিনের মনিটরের দাম কমে আসতে পারে।

বাটার আমদানির ক্ষেত্রে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে, ফলে আমদানিকৃত বাটারের দামও কিছুটা কমতে পারে।

এছাড়াও বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র, নারী-পুরুষ ও শিশুদের বিদেশি পোশাক, এবং বিদেশি জুতা ও স্যান্ডেল—এই তিনটি ক্যাটাগরির ওপরও সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এতে করে এসব পণ্য তুলনামূলক কম দামে বাজারে পাওয়া যেতে পারে।

সার্বিকভাবে, প্রস্তাবিত বাজেটে কিছু নিত্যপ্রয়োজনীয় এবং ব্যবহার্য পণ্যের দাম কমানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স