ঢাকা | বঙ্গাব্দ

প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা: আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে আগের সরকারের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে এর মৌলিক কাঠামোতেও ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর হোটেল সারিনায় অন্তর্বর্তী সরকারের বাজেট প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, রাজস্ব আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাজেট প্রণয়ন করা উচিত ছিল, যা এই বাজেটে প্রতিফলিত হয়নি। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে। একইসাথে তিনি বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন।

এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়।

বিকেল ৩টায় বাজেট বিষয়ে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

উল্লেখযোগ্যভাবে, এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। বাজেট প্রস্তাবে মুঠোফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের পণ্য, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট, লিপস্টিকসহ নানা পণ্যের ওপর কর বৃদ্ধি করায় দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স