ঢাকা | বঙ্গাব্দ

ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় ধাপের আলোচনা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

দ্বিতীয় দফায় আজ থেকে শুরু জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ মঙ্গলবার (৩ জুন) থেকে শুরু হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় এই বৈঠক শুরু হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রাথমিক বৈঠকের পর এবার শুরু হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা। কমিশন জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পর ধারাবাহিকভাবে এ আলোচনা চলবে।

এই দফায় মূলত সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

কমিশনের লক্ষ্য হচ্ছে—রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যতটুকু সম্ভব ঐকমত্য তৈরি করে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ প্রকাশ করা।

উল্লেখ্য, এর আগে প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। সে সময় কমিশন ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স