ঢাকা | বঙ্গাব্দ

২০০ বিলিয়ন ডলার সম্পদের বেশিরভাগ আফ্রিকায় দান করার ঘোষণা বিল গেটসের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

আফ্রিকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে আগামী ২০ বছরে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আগামী ২০ বছরের মধ্যে প্রায় ২০০ বিলিয়ন ডলারের অধিক অর্থ আফ্রিকার শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২ জুন) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এ তথ্য প্রকাশ করে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে এক ভাষণে গেটস সরকার প্রধান, কূটনীতিক ও বিভিন্ন অংশীদারদের উদ্দেশ্য করে বলেন, “সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই তহবিল ব্যবহার করা হবে।”

গেটস আরও বলেন, “স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে আফ্রিকার প্রতিটি দেশই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই পথে অংশীদার হওয়া অত্যন্ত রোমাঞ্চকর।”

তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “এটি স্বাস্থ্য ও সুস্থতার ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। একজন মাকে গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় ও প্রসবের পরে সুস্থ রাখা এবং পুষ্টি নিশ্চিত করা সবচেয়ে ভালো ফলাফল দেয়। শিশুর প্রথম চার বছরে ভালো পুষ্টি নিশ্চিত করাও বিশাল পরিবর্তন আনে।”

গেটস ইথিওপিয়া, রুয়ান্ডা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নাইজেরিয়া ও জাম্বিয়ার সাহসী নেতৃত্বকে বিশেষভাবে উল্লেখ করে বলেন, “এরা ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে অগ্রণী স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও নবায়নকে কাজে লাগিয়েছে।”

তিনি বলেন, “আফ্রিকানদের কঠোর পরিশ্রম সবসময় আমাকে অনুপ্রাণিত করে, এমনকি সীমিত সম্পদযুক্ত এলাকাগুলোতেও। প্রত্যন্ত অঞ্চলেও সমাধান নিয়ে যাওয়ার এই ধরনের কাজ সত্যিই অবিশ্বাস্য।”

গেটস আফ্রিকার ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক সম্ভাবনার কথাও উল্লেখ করেন। মোবাইল ব্যাংকিং বিপ্লবের উদাহরণ দিয়ে তিনি বলেন, “আফ্রিকা প্রচলিত ব্যাংকিং সিস্টেমকে অনেকটাই এড়িয়ে গেছে। এখন, যখন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, তখন এআই অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।”

তিনি রুয়ান্ডার উদাহরণ দিয়ে বলেন, “রুয়ান্ডা এআই-চালিত আল্ট্রাসাউন্ড ব্যবহার করে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করছে, যাতে নারীদের সময়মতো জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়া যায়।”

গেটস ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সপ্তাহে ইথিওপিয়া ও নাইজেরিয়ায় তিনি বিদেশী সাহায্য কমে যাওয়ার পর স্বাস্থ্য ও উন্নয়ন অগ্রাধিকারগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন এবং আগামী ২০ বছর আফ্রিকার স্বাস্থ্য ও উন্নয়নে তার ও ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স