দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৩ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় দেশের ১৪ হাজার ২৯৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দুই ঘণ্টার মধ্যে প্রায় ২৫ লাখ মানুষ ভোট দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে প্রায় ৪ কোটি ৪৩ লাখ ভোটার অংশ নিচ্ছেন। সাত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে।
ডেমোক্রেটিক পার্টির (ডিপিকে) লি জে মিয়ং এবং প্রগ্রেসিভ পিপল’স পার্টির (পিপিপি) কিম মুন সু’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গত বছর সামরিক আইন জারি ও অভিশংসনের পর রাজনৈতিক অস্থিরতায় ভুগেছিল দেশটি। তখন থেকে দক্ষিণ কোরিয়া কিছু সময় রাজনৈতিক সংকটে ছিল।