ঢাকা | বঙ্গাব্দ

ভারতের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ-বন্যা-ভূমিধসে নিহত ৩৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে গত চার দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) স্থানীয় মিডিয়া ও কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সরকারি সূত্র জানায়, হিমালয়ের সিকিম রাজ্যে আটকে থাকা এক হাজারেরও বেশি পর্যটককে সোমবার উদ্ধার করা হচ্ছে। এছাড়া মেঘালয়ে সেনাবাহিনী বন্যাকবলিত এলাকা থেকে ৫০০ এরও বেশি মানুষকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা গেছে, আসামের শিলচর শহরের রাস্তা ও বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। রাস্তাগুলোতে পড়ে থাকা গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

শিলচরের এক বাসিন্দা সোনু দেবী বলেন, “আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার এক সন্তান আছে, তার বিছানা পানিতে ভেসে গেছে। এই অবস্থায় আমরা কী করব? আমরা রাতভর জেগে থাকি।”

আশঙ্কা করা হচ্ছে, আগামীদিনেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, যা আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়াচ্ছে। কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স