চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। গত মাসে বিশ্ব বাণিজ্যের ঝুঁকি বিবেচনা করে উভয় দেশ পারস্পরিক শুল্ক আরোপ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে এক মাসের মধ্যেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে শুল্ক লঙ্ঘনের অভিযোগ আনে। এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ সোমবার (৩ জুন)।
১২ মে থেকে ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক আরোপ থেকে বিরত থাকার একটি চুক্তি স্বাক্ষর করে চীন ও যুক্তরাষ্ট্র। চুক্তিটি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমদিকে চীনকে প্রশংসা করেন।
কিন্তু এরপর থেকে ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে ওই চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে। 이에 পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে চীন।
ট্রাম্প প্রশাসন দাবি করেছে, চীন বিরল খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ করেনি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে সম্পূর্ণরূপে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেন।