ঢাকা | বঙ্গাব্দ

সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত সাদা পাথর পর্যটনকেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবং চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।

আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে সাদা পাথর পর্যটনকেন্দ্র পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত হওয়ায় ওই দিন থেকেই খেয়াঘাট বন্ধ রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স