ঢাকা | বঙ্গাব্দ

সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

সেন্টমার্টিনে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার ও সোমবার দুই দিন ধরে নৌবাহিনী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে। এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে। পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম চলবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স