লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে দুই ভারতীয় বৃদ্ধের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ জুন) রাতের দিকে স্থানীয়রা তাদের চিহ্নিত করেন।
তাদের মধ্যে একজন হলেন ৭৪ বছর বয়সী ইউসুফ আলী, যিনি ভারতের আসামের জড়ং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন ৬৫ বছর বয়সী শামসুল হক, যিনি আসামের গোয়ালপাড়া জেলার বিজনী থানার বাসিন্দা।
বাংলা ভাষাভাষী এই দুই ভারতীয় জানান, গত ২৮ মে অন্যদের সঙ্গে তাদের পুশইন করা হয়। এরপর তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অবশেষে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেন।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি তাদের জানা গেছে এবং পাটগ্রাম বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়, তবে দুই ভারতীয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ৩০ মে বুড়িমারী রেল স্টেশনে দুই নারীসহ ছয় ভারতীয়কে আটক করা হয়েছিল, যারা পুশইনের শিকার ছিলেন।