ঢাকা | বঙ্গাব্দ

শুল্ক উত্তেজনার মাঝেই ট্রাম্প-শি ফোনালাপের সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2025 ইং
ছবির ক্যাপশন:

শুল্ক ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ জুন) সিএনবিসি এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্প ও শি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চুক্তিসহ একাধিক বাণিজ্যিক ইস্যু নিয়ে আলোচনা করতে পারেন। তবে পারস্পরিক পাল্টা শুল্কারোপ নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দুই নেতার মধ্যে সম্ভাব্য ফোনালাপের ইঙ্গিত দেন।

উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করে। দুই দেশই একে অপরের অর্থনীতির ওপর নির্ভরশীল হলেও, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে চীনও পাল্টা শুল্ক আরোপ করে।

তবে গত মে মাসের মাঝামাঝি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রাথমিক বাণিজ্য আলোচনায় দুই দেশই ৯০ দিনের জন্য বেশিরভাগ শুল্ক কমাতে সম্মত হয়, যা কিছুটা আশার আলো দেখায়।


নিউজটি আপডেট করেছেন : Mahim Ahmed

কমেন্ট বক্স