যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, দেখা করবেন রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে
চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
সফরের শুরুতেই বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এ সময় রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি।
এছাড়া, আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। একই দিনে তিনি লন্ডনের প্রভাবশালী গবেষণা সংস্থা রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (চ্যাথাম হাউস)-এ একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সেখানে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও উষ্ণতর হবে। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর আবাসস্থল।
সফর চলাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি পাঠিয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অবস্থান বিষয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন টিউলিপ।
এছাড়াও সফরে ড. ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO)-এর মহাসচিবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।