চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
ফ্লাইট অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান আবদুল হামিদ। সেখানেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাকে। পরবর্তীতে রাত ২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দর সূত্র জানায়, এ সময় সাবেক রাষ্ট্রপতির মুখে মাস্ক এবং পরনে ছিল শার্ট ও লুঙ্গি। তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালক।
উল্লেখ্য, গত ৮ মে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এরপর তার বিদেশ যাত্রা ও অবস্থান ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা গেছে, কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। তবে ব্যাংকক থেকে দেশে ফেরার পথে তার যাত্রায় কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি।