ঢাকা | বঙ্গাব্দ

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

তিন বিভাগ ও দুই জেলার ওপর মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে

দেশের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং এর সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঢাকা, সিলেট ও টাঙ্গাইলে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও কয়রায় — ৩৭ ডিগ্রি সেলসিয়াস।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স