ঢাকা | বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী ধরপাকড়ের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ রোববার (৮ জুন) স্থানীয় সময় চরম উত্তেজনার সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে শহরের রাস্তায় মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের সদস্যদের। তবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর এই মোতায়েনকে অবৈধ বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ-ব্যাং গ্রেনেড ব্যবহার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় ৩০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয় লস অ্যাঞ্জেলেসে।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ ১০১ ফ্রিওয়ে অবরোধ করে ফেলে। যদিও সন্ধ্যা ৫টার মধ্যে পুলিশ ফ্রিওয়ে খালি করতে সক্ষম হয়, তবে আশপাশের এলাকায় তখনো বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা যায়।

এর আগেই, বিকেল ৩টার দিকে এলএপিডি জানায়, আলামেদা এলাকার একটি ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হওয়া জনতা 'অবৈধ জমায়েত'-এ পরিণত হয়েছে এবং সেখান থেকে গ্রেফতার অভিযান শুরু করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স