ঢাকা | বঙ্গাব্দ

পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

মক্কায় পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বিদায়ী তাওয়াফের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে হজের কার্যক্রম। রোববার (৮ জুন) স্থানীয় সময় হাজিরা মসজিদুল হারামে জমায়েত হয়ে তাওয়াফুল বিদা সম্পন্ন করেন।

মহান আল্লাহর পবিত্র ঘরকে সাতবার প্রদক্ষিণ করেন মুসল্লিরা। হজের শেষ দিনে বাধ্যতামূলক সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি অর্থাৎ ‘সাঈ’ পালন করা হয়।

আগামীকাল থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট। গত বৃহস্পতিবার (৫ জুন) আরাফাত ময়দানে মূল হজের আনুষ্ঠানিকতা শেষ করার পর মুসল্লিরা মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করেন। শুক্রবার সকালে মিনায় ফিরে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেন। এরপর পশু কুরবানি ও মাথা মুণ্ডন সম্পন্ন করেন তারা।

এই বছর পবিত্র হজে অংশগ্রহণ করেছেন ১৫ লাখের বেশি মুসল্লি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স