ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় চিড়িয়াখানায় ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, আনন্দে মুখর দর্শনার্থীরা

ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা মহানগরীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষজন বাসে করে দলবেঁধে এসেছেন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

সোমবার (৯ জুন) সকাল থেকেই চিড়িয়াখানার গেটের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। গেট খোলার পর ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের ঢল। দুপুর গড়াতেই পুরো চিড়িয়াখানা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটি চলাকালে এমন ভিড় আরও কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে।

ঢাকার ব্যস্ত, যান্ত্রিক জীবন থেকে কিছুটা বিরতি নিতে এবং স্বজনদের সঙ্গে সময় কাটাতে অনেকেই জাতীয় চিড়িয়াখানায় ছুটে আসছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই এসেছেন পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউবা এসেছেন প্রকৃতির সান্নিধ্যে শান্তি খুঁজতে।

চিড়িয়াখানার প্রাণবন্ত পরিবেশ, পশু-পাখি দেখা এবং খোলা আকাশের নিচে সময় কাটাতে পেরে বেশির ভাগ দর্শনার্থীই ছিলেন উচ্ছ্বসিত ও সন্তুষ্ট। তবে গরমের তীব্রতা কিছু দর্শনার্থীর জন্য ভোগান্তির কারণও হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স