ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

নির্বাচনের আগে নির্বাচনকালীন সংস্কার নিশ্চিতের দাবি এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম, মৌলিক প্রশাসনিক কার্যক্রম এবং নির্বাচনকালীন সময়ে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার নিশ্চিত করা যায়, তাহলে এপ্রিল মাসে নির্বাচন আয়োজন নিয়ে কোনো আপত্তি থাকবে না। তবে এই সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতেই হবে।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “পূর্ববর্তী নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব, পেশিশক্তির অপপ্রয়োগসহ নানা অনিয়ম। ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার চুরির মতো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে বড় ছোট সব দলই সমান সুযোগে অংশগ্রহণ করতে পারবে।”

তিনি আরও বলেন, “কেউ যেন ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়—এটা নিশ্চিত করতে হবে। পূর্বের নির্বাচনে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেমন ভোটকেন্দ্র দখল ও ব্যালট চুরি, সেগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়নসহ আরও অনেকে।

এর আগে, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে সারজিস আলম স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স