ঢাকা | বঙ্গাব্দ

‘কাউকে সুবিধা দিতে নির্বাচন দেরিতে করলে সরকার বিতর্কিত হবে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

নির্বাচনে সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে: রিজভী আহমেদ

কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার (৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বিএনপি চায় আগামী ডিসেম্বরে নির্বাচন হোক। অথচ একটি মহল একপ্রকার বিরাগবশত এ অবস্থানের বিরোধিতা করছে। এমনকি কিছু উপদেষ্টা মনে করেন, বিএনপি যা বলবে তার ঠিক উল্টো করাটাই যেন তাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টার ওপর এখনো আস্থা রাখতে চাই। কিন্তু তিনি যদি নিরপেক্ষতার নীতি থেকে সরে গিয়ে কোনো পক্ষের প্রতি ঝুঁকে পড়েন, তবে গণতন্ত্র আবার অন্ধকারের গহ্বরে নিক্ষিপ্ত হবে। কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করার অজুহাতে যদি নির্বাচন বিলম্ব করা হয়, তাহলে সেই সরকার জনসমর্থন হারিয়ে বিতর্কিত হয়ে উঠবে।”

বিএনপির এই নেতা দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দেশে করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাছাড়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় চামড়া ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স