ঢাকা | বঙ্গাব্দ

কানাডায় পানিতে ডুবে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ী ও পাইলটের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

কানাডার অন্টারিওতে একটি হ্রদে ক্যানোইং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব এবং তার বন্ধু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু। রোববার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আগের দিন বাংলাদেশ থেকে কানাডায় এসেছিলেন। বড় মেয়ের সঙ্গে দেখা ও পারিবারিক অবকাশযাপনই তাদের উদ্দেশ্য ছিল। বড় মেয়ে বর্তমানে টরেন্টোর এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ঘটনার দিন তারা লিনজি শহরের একটি কটেজে অবস্থান করছিলেন। দুপুরে সাইফুজ্জামান তার বন্ধু রাকিব ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নেমেছিলেন।

ক্যানোটি হ্রদে চলার সময়, তীরে দাঁড়িয়ে সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ করেই ক্যানোটি উল্টে যায়। বন্ধুর ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাইফুজ্জামান ও রাকিব আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, বিকেল ৩টার পর বোট দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ক্যানোয় যাত্রী ছিলেন তিনজন পুরুষ। তাদের মধ্যে একজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু বাকি দু’জন পানিতে ভাসতে না পেরে প্রাণ হারান।

পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় ক্যানোয় কোনো যাত্রীর শরীরে লাইফ জ্যাকেট ছিল না।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স