জার্মানির বার্লিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কার্নিভ্যাল অব কালচারস’ উৎসব, যেখানে অংশ নিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ।
রোববার (৮ জুন) থেকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে শহরের মানুষ আনন্দে মেতেছে। রঙ-বেরঙের পোশাক পরিহিত তারা নেচে-গেয়ে, গান গেয়ে উৎসবের মুখর পরিবেশ সৃষ্টি করেছে।
শুধুমাত্র স্থানীয়রা নয়, বরং বার্লিনে বসবাসরত বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষরাও তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরছে বাহারি পোশাকে। বাজনার ছন্দে চলছে মনোমুগ্ধকর কুচকাওয়াজ। এর পাশাপাশি, সড়কে নৃত্য ও গান পরিবেশন করে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশি একটি দলও।
বার্লিন শহর ‘কার্নিভ্যাল অব কালচারস’ নামে এই সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতিকে উদ্যাপন করে। বসন্তের সময় অনুষ্ঠিত এই চার দিনব্যাপী উৎসব ক্রুজবার্গ এলাকার রাস্তাগুলোকে সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ও সংস্কৃতির এক অনন্য রূপে রূপান্তরিত করে।
এ উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে মনোমুগ্ধকর কুচকাওয়াজ বা র্যালি, যেখানে পাঁচ হাজারেরও বেশি শিল্পী অংশ নেন। তারা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা অর্ধ মিলিয়নেরও বেশি দর্শকের সামনে বর্ণিল পোশাক ও প্রাণবন্ত পরিবেশনায় তাদের প্রতিভা উপস্থাপন করে থাকেন।