যেখানে ঈদ মানেই আনন্দ আর উৎসব, সেখানে কিছু পরিবারের জন্য ঈদ কাটে কাঁদতে-কাঁদতে, শূন্যতা আর বেদনায়। সেই শোকের মধ্যে কিছুটা ভালোবাসা ছড়াতে পঞ্চগড় জেলা বিএনপি একটি বিশেষ ঈদ উৎসবের আয়োজন করেছে।
রোববার (৮ জুন) দুপুরে জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ সাজুর স্ত্রী শারমিন আক্তার, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, শহীদ শাহাবুল ইসলাম শাওনের মা, শহীদ আরেফিনের পরিবার এবং আন্দোলনে আহতদের স্বজনরা।
বক্তারা তাদের প্রিয়জন হারানোর বেদনা ব্যক্ত করে রাষ্ট্রের কাছে বিচারের দাবি জানান এবং শহীদদের স্বীকৃতি দাবি করেন।
নিহত শাহাবুল ইসলাম শাওনের মা বলেন, "ছেলেকে ছাড়া ঈদ আর কী আনন্দ? আমার বুকটা ফাঁকা হয়ে গেছে। আমি বিচার চাই, আমি ফাঁসির দাবি জানাই।"
শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম বলেন, "আমার ছেলেকে মেরুল বাড্ডার এলাকায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।"
ঈদে সাধারণত পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করা হয়, কিন্তু এই পরিবারগুলোর কাছে ঈদের দিন এক অন্যরকম অর্থ বহন করে। এদিন তারা একে অপরের পাশে দাঁড়িয়ে কিছুটা সান্ত্বনা ও সহমর্মিতা পেয়েছে।
আয়োজক ফরহাদ হোসেন আজাদ বলেন, "এই শহীদ পরিবারের সদস্যরা আমাদের গর্ব। তারা গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন। আমরা তাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব।"