ঢাকা | বঙ্গাব্দ

শয্যা সংকটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে শয্যা সংকট, অপ্রয়োজনীয় দখলদারিতে ভোগান্তি রোগীদের

শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও পর্যাপ্ত সিট না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, যেসব রোগীর আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই, তাদের ছাড়পত্র দেয়া হলেও তারা হাসপাতাল ত্যাগ করছেন না।

ঈদের দিন টাঙ্গাইল থেকে আসা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি চোখে গুরুতর আঘাত নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি অভিযোগ করেন, তাকে ভর্তি করা হলেও কোনো সিট দেয়া হয়নি।

হাসপাতাল সূত্র জানায়, জুলাই মাসে সংঘটিত এক ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসা-অপ্রয়োজনীয় ৩০ জনকে ছেড়ে দেয়ার সুপারিশ করে বিশেষজ্ঞ কমিটি। তবুও তারা এখনো ৪ তলার বি-ব্লকের সাধারণ ওয়ার্ডে অবস্থান করছেন। এ অবস্থায় নতুন রোগীদের শয্যা বরাদ্দ দেয়া যাচ্ছে না।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, “তাদেরকে ফলো-আপের জন্য বিভিন্ন সময়ে আসার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু তারা সাধারণ শয্যা দখল করে রাখায় অন্যান্য রোগীদের ভর্তি দেয়া যাচ্ছে না।”

আহতদের অবস্থান যাচাই করতে গেলে দেখা যায়, তারা ভেতর থেকে কক্ষ তালাবদ্ধ করে রেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তালিকাভুক্ত ৫৪ জনের মধ্যে মাত্র ৪-৫ জন ভেতরে অবস্থান করছেন, বাকিরা ঈদের ছুটিতে বাড়ি চলে গেছেন।

ডা. জানে আলম আরও জানান, “অনেকে অনেক দূর থেকে চিকিৎসা নিতে আসেন। রাতে পৌঁছানোর কারণে থাকার জায়গার অভাবে হাসপাতালেই থেকে যান।”

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক বলেন, “ঈদের ছুটির কারণে নিরাপত্তার কথা চিন্তা করে আহতরা বি-ব্লকের কক্ষ তালাবদ্ধ করে রাখতে পারেন। ছুটি শেষে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স