ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার শীর্ষ শত্রুর তালিকা থেকে ৪ নম্বরে নেমে এসেছে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র আর রাশিয়ার প্রধান শত্রু নয়: ১৩ বছর পর শত্রুর তালিকায় যুক্তরাষ্ট্র চতুর্থ

দীর্ঘ ১৩ বছর পর রাশিয়ার জনগণের চোখে যুক্তরাষ্ট্র আর দেশটির প্রধান শত্রু নয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার শত্রু দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

রুশ স্বাধীন গবেষণা সংস্থা লেভাডা সেন্টার পরিচালিত জরিপে দেখা যায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সবচেয়ে শত্রুভাবাপন্ন দেশ মনে করতেন ৭৬ শতাংশ উত্তরদাতা, অথচ ২০২৫ সালে এই হার নেমে এসেছে ৪০ শতাংশে।

গত ৫ জুন প্রকাশিত জরিপের বরাতে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস জানায়, এই মনোভাব পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার অঙ্গীকার করায় রাশিয়ার জনগণের একাংশ তাঁর প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে।

জরিপ অনুযায়ী, বর্তমানে রাশিয়ার শীর্ষ শত্রুভাবাপন্ন দেশের তালিকায় রয়েছে—
১. জার্মানি (৫৫%)
২. যুক্তরাজ্য (৪৯%)
৩. ইউক্রেন (৪৩%)
৪. যুক্তরাষ্ট্র (৪০%)

এছাড়া মার্চ মাসে প্রকাশিত আরেক জরিপে দেখা যায়, রাশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব দ্বিগুণ হয়েছে। রুশ রাষ্ট্রীয় প্রচারে ট্রাম্পকে মস্কো-সমর্থিত সংলাপমুখী ও ব্যবহারিক নেতা হিসেবে তুলে ধরা হয়।

লেভাডার পূর্ববর্তী গবেষণাগুলোতেও দেখা গেছে, যুক্তরাষ্ট্রকে ঘিরে রাশিয়ার জনগণের মনোভাব সময়ের সাথে ওঠানামা করেছে। যেমন—

  • ২০০৮ সালে রুশ-জর্জিয়ান যুদ্ধের পর মার্কিন প্রশাসনের কঠোর প্রতিক্রিয়ায় রুশদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

  • তবে ২০১১ সালের মধ্যে সেই নেতিবাচকতা হ্রাস পেয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ৬৩ শতাংশে পৌঁছায়।

  • আবার ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর নেতিবাচক মনোভাব ফিরে আসে।

লেভাডা সেন্টারের সাম্প্রতিক জরিপে রাশিয়ার ‘সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র’ হিসেবে উত্তরদাতারা উল্লেখ করেছেন—
১. বেলারুশ (৮০%)
২. চীন (৬৪%)
৩. কাজাখস্তান (৩৬%)
৪. ভারত (৩২%)
৫. উত্তর কোরিয়া (৩০%)

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, উত্তর কোরিয়াকে বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনার হার গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। রুশ মিডিয়ার দাবি অনুযায়ী, উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার কার্স্ক অঞ্চল ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ‘মুক্ত’ করতে সহায়তা করেছে।

অন্যদিকে, ইরানকে প্রধান মিত্র হিসেবে দেখার হার ২০২৪ সালে ২২ শতাংশ থেকে কমে ১১ শতাংশে নেমে এসেছে।

এই জরিপটি ২২ থেকে ২৮ মে পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১,৬১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে পরিচালিত হয়।

উল্লেখ্য, প্রতিবেদনের একটি পূর্ববর্তী সংস্করণে ভুলবশত বলা হয়েছিল, ২০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র শীর্ষ শত্রু তালিকা থেকে সরে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে, ২০১২ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র শীর্ষস্থান হারিয়েছে। লেভাডা সেন্টার এই সংশোধন জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স